অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
- আপডেট সময় : ০৩:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
হামলার ঘটনায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। তাদের দাবি,বৃহস্পতিবার ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. ওসমান গনি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রসংসদের সাহিত্য সম্পাদক সানি হাসনাইন প্রান্তিকের ওপর হামলা চালায় দূর্বৃত্তরা। বর্তমানে তারা নিউরোসার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষিদের গ্রেফতারের দাবিতে চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন তারা। দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানায় সংগঠনটি। তবে চমেক কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরেই মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ণ চিকিৎসকদের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছেলো। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে চকবাজার এলাকার চমেক ছাত্রাবাসে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পড়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্মবিরতি কর্মসুচীতে চরম দুর্ভোগে পড়েন হাসপাতালে আসা সাধারণ রোগীরা।





















