অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো ৭ দিনের মধ্যে বন্ধ করা সমীচীন হবে না

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৬২ বার পড়া হয়েছে
সাত দিনের মধ্যে অনিবন্ধিত সবগুলো অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেয়া সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এ বিষয়ে আদালতকে অবহিত করা হবে। কিছু গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। আর কিছু আবেদনের পর যাচাই-বাছাই করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো তদন্তকারী সংস্থার কাছে পাঠিয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে বিটিআরসি ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।