অনার্সকে প্রাধান্য দেয়ায় বিএ পাস কোর্সে পড়াশুনায় আগ্রহ নেই শিক্ষার্থীদের

- আপডেট সময় : ০৯:২৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
চাকরি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে অনার্সকে প্রাধান্য দেয়ায় বিএ পাস কোর্সে পড়াশুনায় আগ্রহ নেই শিক্ষার্থীদের। আর এ কারণে পাস কোর্সে শিক্ষার্থী পাচ্ছে না বরিশাল নগরী থেকে শুরু করে বিভিন্ন উপজেলা ও গ্রামে স্থাপিত কলেজগুলো। এমনও অনেক কলেজ আছে যেখানে গত ৫ থেকে ৭ বছর এক টানা বিএ পাস কোর্সে কোনো শিক্ষার্থীই ভর্তি হয়নি। শিক্ষার্থী না থাকায় ওইসব ডিগ্রী কলেজের শিক্ষক-কর্মচারীরা অলস সময় কাটিয়ে বেতন ভাতা তুলছেন।
বরিশাল নগরীর প্রাণ কেন্দ্র সদর রোডে ১৯৯০ সালে স্থাপিত হয় বরিশাল সিটি কলেজ। ১৯৯১ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বিএ পাস কোর্সে প্রতি বছর দুশো’র বেশি শিক্ষার্থী ছিল। পর্যায়ক্রমে শিক্ষার্থী সংখ্যা দাঁড়ায় ১২০০। সেখানে ২০১১-১২ এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছিল ৮ জন করে, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছিল মাত্র একজন। এরপর থেকে বিএ পাস কোর্সে শিক্ষার্থী শূন্য। অথচ বিএ পাস কোর্সে উপাধ্যক্ষ একজন, সহকারী অধ্যাপক দু’জন, প্রভাষক ৮ জন এবং কর্মচারী রয়েছে ৫ জন। বছরে তাদের নিজ নিজ হিসাব নম্বরে জমা হচ্ছে ২৮ লাখ ৭৫ হাজার ৭০৪ টাকা। একই অবস্থা বরিশালের ডিগ্রি কলেজগুলোর।
চার বছর মেয়াদী অনার্স পাশ করে অনেকেই মাস্টার্স করেন না। আর বিএ পাস কোর্সেই লেগে যায় তিন বছর। এ কারণে শিক্ষার্থীদের অনার্সের প্রতি আগ্রহ বেশি। বিএ পাস কোর্স সীমিত পর্যায়ে নিয়ে আসার বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন জানালেন জেলা প্রশাসক। অভিযোগ পাওয়া গেছে, বিএ পাস কোর্সে শিক্ষার্থী না থাকায় শিক্ষকদের বড় একটি অংশ ব্যবসা, ঠিকাদারী ও কিন্ডার গার্টেন স্কুলের সঙ্গে জড়িয়ে পড়েছেন।