অতীতের যেকোন দুর্যোগের মতো এবারও করোনা মোকাবিলায় অসহায় মানুষের পাশে থাকবে এস এ গ্রুপ

- আপডেট সময় : ০৮:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৬০১ বার পড়া হয়েছে
মহামারী করোনায়, দল মত নির্বিশেষে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এস গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অতীতের যেকোন দুর্যোগের মতো এবারও করোনা মোকাবিলায় অসহায় মানুষের পাশে থাকবে এস এ গ্রুপ । নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়, করোনার কারণে কর্মহীন ও অসহায় ১৩ হাজার পরিবারকে দেয়া হবে ত্রাণ সহায়তা। বিকেলে রাজধানীর উত্তরায় ত্রাণ সামগ্রি প্যাকেটজাতকরণ কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ।
দেশের স্বনাম ধন্য প্রতিষ্ঠান এস এ গ্রুপ। এই প্রতিষ্ঠানের অধীনে রয়েছে এসএ পরিবহন, এসএটিভি, গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। অতীতে দেশের জাতীয় দুর্যোগ সিডর, আইলা, ভয়াবহ বন্যা এমনকি রোহিঙ্গাদের সাহায্যেও সব সময় এগিয়ে এসেছে এস গ্রুপের কর্ণধার সালাহউদ্দিন আহমেদ। আর্তমানবতার সেবায় প্রসারিত করেছেন দু’হাত।
এবার মহামারী করোনায় বিপর্যস্ত বাংলাদেশ। টানা লকডাউনে কর্মহীন দেশের লাখো মানুষ। এমন দুঃসময়েও বসে নেই কর্মবীর ও আর্তমানবতার সেবক সালাহউদ্দিন আহমেদ। নিজ এলাকা নোয়াখালীর সোনাইমুড়ির অসহায় ও দরিদ্রদের জন্য সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন তিনি। মঙ্হলবার থেকে সেখানে শুরু হবে ১৩ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রি বিতরণ।
সোনাইমুড়ীর জয়াগ, নদনা, চাষির হাট, বারগাও, অম্বরনগর, নাটেশ্বর, বজরা, সোনাপুর, দেউটি, আমিষাপাড়াসহ প্রতিটি ইউনিয়নের অসহায় ১৩ হাজার পরিবারের জন্য রাজধানীর উত্তরায় প্রস্তুত হচ্ছে ত্রানসামগ্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশে এই ত্রান দল মত নির্বিশেষে সবাই পাবেন। বলে জানান তিনি।
আগামী পাঁচ দিনের এই ত্রাণ কার্যক্রমের সফলতা কামনা করেন এস এ গ্রুপের পরিচালকরা।
আর্তমানবতার সেবায় এসএ গ্রুপের ত্রান বিতরন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।