অতীতের মতো আর জোর করে আ’লীগ ক্ষমতায় আসতে পারবে না : গয়েশ্বর

- আপডেট সময় : ০৮:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
যতোই টালবাহানা করুক, অতীতের মতো আর জোর করে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না বলে দাবি করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। তিনি বলেন, এবার তাদেরকে ক্ষমতা ছাড়তেই হবে। নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীতে শোক রেলি করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল।
গয়েশ্বর রায়ের নেতৃত্বে রেলিটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে ফকিরাপুল গ্যাস পাম্প ঘুরে আবারো আগের জায়গায় এসে শেষ হয়। এ সময় তিনি বলেন, ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে বিএনপি’র বন্ধুত্ব রয়েছে। তবে, কোনো প্রভু নেই। আর আওয়ামী লীগ চুক্তি করে ক্ষতমায় থাকতে চায়। তবে, এবার গণতান্ত্রিক ভারত; বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছুই করবে না বলেও আশা করেন বিএনপি’র এই নেতা। নারায়ণগঞ্জের সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানান তিনি। রাতে ভোট দিয়ে পুলিশ ক্ষমতায় আনায় তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিতে পারে না বলে দাবি করেন গয়েশ্বর চন্দ্র।