অতীতের তুলনায় ৬৫ গুণ বেশি দ্রুত গলতে শুরু করেছে হিমালয়ের বরফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
অতীতের তুলনায় ৬৫ গুণ বেশি দ্রুত গলতে শুরু করেছে হিমালয়ের বরফ। ফলে হিমালয়ের পানির ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর জীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেইন ডেভেলপমেন্টের একটি গবেষণার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্বের উত্তপ্ত পরিবেশে বরফ নির্দিষ্ট সময়ের আগেই খুবই দ্রুত গলতে শুরু করায় দুশ্চিন্তায় ফেলেছে পরিবেশবাদীদের। গবেষণায় আরও বলা হয়েছে, বর্তমানে যে হারে কার্বন নিঃসরণ হচ্ছে তাতে করে চলতি শতকের শেষ নাগাদ হিমালয়ের ৮০ শতাংশ হিমবাহ গলে যাবে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে হিমালয়ের হিন্দুকুশ অঞ্চলটি সরাসরি ২ কোটি ৪০ লাখ মানুষকে পানি সরবরাহ করে। এর বাইরেও হিমালয়ের নিচের উপত্যকায় বিভিন্ন নদীর মাধ্যমে প্রায় ১৬৫ কোটি মানুষ সরাসরি পানি পেয়ে থাকে হিমালয় থেকে।