অতিরিক্ত বাসভাড়ার নৈরাজ্য ঠেকাতে সড়কে নেমেছে বিআরটিএ ও পরিবহন মালিক সমিতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
অতিরিক্ত বাসভাড়ার নৈরাজ্য ঠেকাতে সড়কে নেমেছে বিআরটিএ ও পরিবহন মালিক সমিতি।
রাজধানীর মানিক মিয়া এভিনিউ, নিউমার্কেট, সায়দাবাদ, কমলাপুরসহ মোট আটটি স্পটে বিএরটি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম এবং বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহর নেতৃত্বে অভিযান পরিচালনা করতে দেখা যায়। অতিরিক্ত ভাড়া আদায় এবং স্টিকার না থাকায় গাড়িগুলোকে ২ থেকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। যাত্রীদের অভিযোগ সরকারী সিদ্ধান্তের বাইরে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সিএনজি চালিত বাসেও বেশী ভাড়া আদায় করা হচ্ছে।সিটিং সার্ভিস এবং গেটলক সার্ভিস উঠিয়ে নিতে সিদ্ধান্ত আসছে শিগগিরই। সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়কারীদের বিরুদ্ধে আরও কঠোর হবে বলেও জানানো হয়। খন্দকার এনায়েত উল্লাহ জানান, শৃংখলা ফিরে না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।