অতিথি পাখির কলকাকলিতে মুখর নাজিরপাড়া গ্রাম

- আপডেট সময় : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
শীত আসতে শুরু করায় বিভিন্ন প্রজাতির অতিথি পাখির কলকাকলিতে মুখর উঠেছে পঞ্চগড়ের বোদা উপজেলার নাজিরপাড়া গ্রাম। বড়-বড় গাছ আর ছায়াঘেরা এ গ্রামটি এখন যেন অসংখ্য পাখির মিলন মেলা। বিভিন্ন প্রজাতির বক, শামুকখোল, পানকৌড়ি, ঘুঘু, রাতচরাসহ নানান পাখির অপূর্ব মেলার সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভীড় করছেন অসংখ্য মানুষ।
পাখিদের বংশ বিস্তারে প্রয়োজন নিরাপদ আশ্রয়স্থল আর খাদ্যের নিশ্চয়তা। প্রজনন মৌসুমে এমন নিরাপদ আশ্রয়ের খোঁজে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানা প্রজাতির অসংখ্য পাখি পাড়ি জমায় বোদা উপজেলার নাজিরপাড়া পাখি গ্রামে। গত দশ বছর ধরে নিয়মিতই গ্রামটিতে আসছে অতিথি পাখি।পাখিদের প্রতি গ্রামের মানুষের ভালোবাসা আর মায়ার বন্ধন বেশ কয়েক বছরের।
বিভিন্ন জাতের বক, পানকৌড়ি, শামুকখোল, রাতচরা ঘুঘুসহ নানান প্রজাতির পাখিদের কল-কাকলির সৌন্দর্য উপভোগে প্রতিদিনেই এ গ্রামে ভীড় জমান অসংখ্য প্রকৃতিপ্রেমী মানুষ।পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা থাকায় পাখিরা নির্বিঘ্নে এ গ্রামে আসছে বলে জানান বন্য প্রাণী সংরক্ষক বিভাগের এই কর্মকর্তা। তবে পাখি শিকাররোধে নানা পদক্ষেপের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পাখি ও গ্রামের সব মানুষের ভালবাসা যুগ-যুগ ধরে এমনই থাকুক এটাই প্রত্যাশা স্থানীয়দের।