অটোপাসের গুঞ্জনে চিন্তিত হয়ে পড়েছে বরিশালের পরীক্ষার্থীরা

- আপডেট সময় : ০৫:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
অটোপাসের গুঞ্জনে চিন্তিত হয়ে পড়েছে বরিশালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা। শিক্ষা জীবনে না হলেও চাকরির ক্ষেত্রে অটোপাস বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশংকা করছে তারা। করোনার বিধি মেনে পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
নিম্নবিত্ত পরিবারের সন্তান অদিতি ইসলাম। এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে সব বিষয়ে লেটার নম্বরের চেয়েও বেশি পেয়ে উত্তীর্ণ হয়। প্রাইভেট পড়তে না পারলেও, কলেজ শিক্ষক এবং বিভিন্ন মাধ্যমে সহযোগিতা নিয়ে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সে। কিন্তু অটোপাসের গুঞ্জনে আগের মতো পড়ায় মন বসছে না তার। একই অবস্থা তার সহপাঠীদেরও।
সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিতে শিক্ষামন্ত্রীর ঘোষনার বাস্তবায়ন চায় পরীক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে সরকারের কাছে অনুরোধ জানান, এ শিক্ষক নেতা। বিষয়টি করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে বলে জানান, শিক্ষাবোর্ড চেয়ারম্যান। বরিশাল বোর্ডের অধীনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এক হাজার ছ’শ, কলেজ সাড়ে তিন’শ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ছ’হাজারের বেশি।