অঘোষিত লকডাউনে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়িইয়েছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
করোনাভাইরাস সতর্কতা অঘোষিত লকডাউনে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়িয়ছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে। তার অর্থে ৩০০ পরিবারের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে ।
পরিবারের সঙ্গে ইংল্যান্ডে আছেন জেমি ডে। তারপরও বাংলাদেশের মানুষের পাশে দাড়িয়েছেন তিনি। করোনার প্রভাবে স্থবির পুরো বিশ্ব। অঘোষিত লকডাউন চলছে বাংলাদেশেও। এমন অবস্থায় দুস্থ ও অসহায় মানুষের বিপদের দিনে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে অনেকেই সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। এই তালিকায় আছেন ক্রীড়া জগতের অনেকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন জেমি ডে। শুক্রবার থেকে অসহায় ও দুস্থদের খাওয়ানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানেই সহযোগিতা করছেন জেমি ডে। তার দেওয়া অর্থেই দুস্থদের খাবার বিতরণ করেছে বাফুফে।