অগ্নিকাণ্ড ও শ্রমিক অসন্তোষে চট্টগ্রাম ইপিজেডে বিপর্যয়

- আপডেট সময় : ০৫:৫৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
আগুন, শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ- সব মিলিয়ে বিপর্যস্ত দেশের অন্যতম বৃহৎ রপ্তানিকারক অঞ্চল- চট্টগ্রাম ইপিজেড। ১৬ অক্টোবর ভয়াবহ অগ্নিকাণ্ডের পর একইদিনে প্যাসিফিক গ্রুপের আটটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে ৩৫ হাজার শ্রমিকের ভবিষ্যত। গেলো কয়েক দশকে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে উঠলেও সাম্প্রতিক নানা ঘটনায় সংকটের মুখে পড়েছে সিইপিজেড-এর ভাবমূর্তি।
গেলো ১৬ই অক্টোবর স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যায় চট্টগ্রাম ইপিজেডের অ্যাডাম ক্যাপস এন্ড টেক্সটাইল ও জি হং কারখানার ৮ তলা ভবন। পুড়ে ছাই হয়ে যায় কোটি কোটি টাকার সম্পদ।
একইদিন শ্রমিক অসন্তোষ দেখা দেয় দেশের বৃহৎ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক গ্রুপের ৮টি কারখানায়। শ্রমিক সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ায় চাকরি হারানোর শঙ্কায় পড়ে প্যাসিফিক গ্রুপের প্রায় ৩৫ হাজার শ্রমিক।
গেলো এক বছরে এ ইপিজেডে অন্তত ১৫টি কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসন্তোষের ঘটনায় বন্ধ হয়েছে কয়েকটি কারখানা। আগুন, শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ হওয়ার ঘটনায় ভয় ধরিয়েছে শিল্প মালিকদের।
(সিইপিজেডের ফুটেজ) সিইপিজেডে ১৩টি দেশের বিনিয়োগ ছাড়িয়েছে দুই দশমিক শূন্য দুই বিলিয়ন ডলার। বছরে রপ্তানি আয় এক বিলিয়ন ডলারের বেশি। এমন অস্থিরতায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ অবস্থায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ প্রতিটি ঘটনা যথাযথভাবে তদন্তের আহ্বান তাদের।
১৯৮৩ সালে চট্টগ্রামের দক্ষিণ হালিশহর এলাকায় ৪৫৩ একর জায়গাজুড়ে গড়ে ওঠে সিইপিজেড।