অং সান সু চি এবং উইন মিনতকে আটকের ঘটনায় মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
মিয়ানমারের ক্ষমতাসীন দল এনএলডি নেত্রী অং সান সু চি এবং দেশটির রাষ্ট্রপতি উইন মিনতকে আটকের ঘটনায় মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।
এদিকে, প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতি দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে দেশটির গণতন্ত্র ও স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করা হয়। এর ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশে উদ্বেগ থাকলেও প্রত্যাবাসন নিয়ে এখনো আশাবাদী বাংলাদেশ। এদিকে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি যান, অং সান সু চি গ্রেফতারের পর বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করছেন তারা।