৯ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, দুই পাচারকারী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
সাপের বিষ ক্রয়-বিক্রয়ের সময় দুইজন পাচারকারীকে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ – সিআইডি। এসময় ৯ কোটি টাকার বিষ উদ্ধার করা হয়েছে।
দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার। সেপ্টম্বর মাসে এধরণের ঘটনায় একজনকে গ্রেফতারের সূত্র ধরে তদন্ত শুরু করলে, সাপের বিষ ক্রয় বিক্রয়ের সন্ধান পায় সিআইডি। গতকাল গাজীপুরেরর কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে পাচার চক্রের মূলহোতা মামুনসহ দুইজনকে গ্রেফতার করার তথ্য তুরে ধরেন তিনি। সাপের বিষের গ্রাহক কারা, কোথায় বিক্রি হয়, কোথায় থেকে সংগ্রহ করা হয়-সংবাদকর্মীদের এসব প্রশ্নের জবাব দেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার।




















