৯০’র মতো, খুব শিগগিরি বর্তমান সরকারেরও পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
৯০’র মতো, খুব শিগগিরি বর্তমান সরকারেরও পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও হুঁশিয়ারী দিয়েছেন বিএনপি নেতারা। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনাসভায় তারা এ হুঁশিয়ারী দেন।
তাদের অভিযোগ জিয়া পরিবারের সদস্যদের চরিত্রহনন করে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাচ্ছে সরকার। আর এই কাজে কয়েকজন মন্ত্রী ও এমপিকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এসব করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। ৯০’এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আয়োজনে ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, হাবিবুর রহমান রিপনসহ বিএনপির সিনিয়র নেতারা।