৯টি নিত্যপণ্যের দাম নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে কৃষিমন্ত্রীর দ্বিমত

- আপডেট সময় : ০৭:৪৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
৯টি নিত্যপণ্যের দাম ট্যারিফ কমিশন নির্দিষ্ট করে দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে, এ সিদ্ধান্তের সাথে দ্বিমত জানান, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। চাল আমদানি করে সরকার দাম কমানোর কথা ভাবছে বলে জানান তিনি। আগামী ২০ দিনের মধ্যে ভিয়েতনাম থেকে ৩ লাখ টন চাল আমদানি করা হবেও জানান, কৃষিমন্ত্রী। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য নিয়ে জরুরি সভা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, অনৈতিকভাবে দাম বাড়ালে দায়ীদের বিরুদ্ধে সরাসরি মামলা হবে। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমলেও, ডলারের দাম উর্ধ্বগতি হওয়ায় সুফল পাচ্ছে না জনগণ। আগামী ১৫ দিনের মধ্যে নয়টি নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেবে ট্যারিফ কমিশন।
তবে, এ সিদ্ধান্তের সাথে একমত নন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েনের সৌজন্য সাক্ষাৎ শেষে কৃষিমন্ত্রী আরও বলেন, ডিসেম্বর পর্যন্ত দেশে সারের কোন ঘাটতি নেই। কারসাজির মাধ্যমে দাম বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
নওগাঁ সার্কিট হাউজ মিলনায়তনে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে শুরু হবে ওএমএস কার্যক্রম।
এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ৩ মাস ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে। বর্তমানে দেশে ২০লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে বলে জানান তিনি।