৮ জুন বিদ্যুৎ কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ১৮২৬ বার পড়া হয়েছে
বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দূর্নীতির প্রতিবাদে ৮ জুন জেলা শহরে বিদ্যুৎ কার্যালয়ের সামনে সকাল ১১ থেকে ১২ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও স্মারক লিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। সারাদেশে বিদুৎতের বর্তমান অবস্থার কথা তুলে ধরে রিজভী অভিযোগ করেন, ভর্তুকির নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সরকার দলীয় লোকজন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব মন্তব্য করে রিজভী বলেন, রাজনীতিতে টিকে থাকতে আওয়ামী লীগ সরকারকে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতায় হস্তান্তর করতে হবে।