৮০ লাখ রুপি দান করলেন রোহিত শর্মা

- আপডেট সময় : ০৭:১৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
মহামারি করোনাভাইরাস মোকাবেলায় নিজ দেশের চার ফান্ডে একাই ৮০ লাখ রুপি দান করলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯০ লাখ টাকা।
প্রধানমন্ত্রীর ফান্ডে ৪৫ লাখ, মুখ্যমন্ত্রীর ফান্ডে ২৫ লাখ এবং ফিডিং ইন্ডিয়া ও ওয়েলফেয়ার অব স্ট্রে ডগসের ফান্ডে ৫ লাখ টাকা করে দান করছেন রোহিত। সরকারের নির্দেশনা গেলো ছয়দিন ধরে লকডাউন ভারত। যা চলবে আরও ১৫ দিন। এ সময় অসহায়-দুস্থদের যেন কোনো সমস্যা না হয়, তাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসছেন ভারতের ক্রিকেটাররা। এবার এগিয়ে এলেন রোহিত শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন রোহিত নিজেই। সংকটময় পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য সবাইকে দায়িত্ব নেয়ার আহবান জানান ভারতীয় ওপেনার। এর আগে, অনুদান দিয়েছেন শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, সুরেশ রায়না, অজিঙ্কা রাহানে ও মহেন্দ্র সিং ধোনি।