৭ দফা দাবিতে বরিশালে মানব বন্ধনসহ বিভাগীয় সমাবেশ করেছে ক্যাবল অপারেটরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
 - / ১৬০৭ বার পড়া হয়েছে
 
ক্যাবল টেলিভিশন পরিচালনা আইন ২০০৬ এবং কেবল টেলিভিশন বিধিমালা ২০১০’-এর সংশোধিত আইন ও বিধিমালা দ্রুত বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে বরিশালে মানব বন্ধনসহ বিভাগীয় সমাবেশ করেছে ক্যাবল অপারেটরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ- কোয়াব।
দুপুর ৩টায় নগরীর টাউন হলের সামনে ঘণ্টাব্যাপী এই মানব বন্ধন করা হয়। মানব বন্ধন থেকে ৭ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। এর আগে, দুপুর সাড়ে ১২টায় নগরীর মহিলা ক্লাবে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ। কোয়াব বরিশাল বিভাগের সমন্বয়কারী মঞ্জুরুল আলম খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক মহাসচিব নিজাম উদ্দিন মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম সাইফুল হোসেন সোহেল, বাংলাদেশ ডিজিটাল নেটওয়ার্ক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজুল ইসলাম, কোয়াবের সাবেক অর্থ সম্পাদক সেলিম সরোয়ার এবং বরিশাল বিভাগের আরেক সমন্বয়কারী মাসুদ রানা পলাশ।
																			
																		














