৭ জন কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে তৎপর সরকার

- আপডেট সময় : ০২:৪২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
র্যবের সাবেক ও বর্তমান ৭ জন কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে তৎপর সরকার। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ২৪ ডিসেম্বর এই চিঠি দেয়া হলেও এখনো কোনো জবাব পায়নি বাংলাদেশ।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আগামী মাসের শুরুতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকালে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ও মার্কিন সিনেটরদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তি তুলে ধরবেন তিনি। বৈঠকের মাধ্যমে ইতিবাচক ফলাফল আসতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের লবিস্ট বা কোনো আইনি সংস্থা নিয়োগে কাজ করছে বাংলাদেশ। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে কাজ করছে। লবিস্ট দ্বারা যুক্তরাষ্ট্রের সিনেটরদের কাছে সঠিক তথ্য সরবরাহ করতে চায় সরকার।