৭ কোটি টাকা মুল্যের বিষ্ণু মূর্তিসহ তিনজন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ২০১৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে ৭ কোটি টাকা মুল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ তিনজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ
গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার দেবীগঞ্জ উপজেলার বানুরহাট এলাকায় অভিযান চালিয়ে ১৭ কেজি ওজনের ওই কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, দেবীগঞ্জের বন্দীরাম গ্রামের শাহিন শাহ এবং তেতুঁলিয়ার কৃষ্ণকান্ত জোত গ্রামের হাবিবুর রহমান ও শহিদুল। ডিবি উপ পরিদর্শক আবু হোসেন জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। উদ্ধারকৃত কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটির বাজার মূল্য ৭ কোটি টাকা বলে জানিয়েছেন তিনি।