৭১ সালে পাকিস্তানীদের নৃশংসতা বাংলাদেশ কোনদিনই ক্ষমা করতে পারবে না
- আপডেট সময় : ০৭:৩৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানী সেনারা বাঙালিদের উপর যে নৃশংসতা চালিয়েছিল তা বাংলাদেশ কোনদিনই ক্ষমা করতে পারবে না এবং ভুলতেও পারবে না। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে ধারাবাহিক প্রকাশনা “সিক্রেট ডকুমেন্টস অন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্যা নেশন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”-এর প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী আরো বলেন, এই বইগুলো পড়লে ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তানী শাসকদের নানা অন্যায়-অনিয়ম সম্পর্কে জানা যায়। এ সময় ইমরান আহমেদ সিদ্দিকী পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব-স্বীকৃতি পেয়েছে। দু’দেশের ভ্রাতৃপ্রতীম সম্পর্কে আরো উষ্ণতার প্রত্যাশা জানান পাকিস্তানী হাইকমিশনার। পরে প্রধানমন্ত্রীর সাথে স্পেনের নতুন রাষ্ট্রদূত ও সুইডেনের হাইকমিশনার সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তাদের বাংলাদেশে আরো বেশী বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

















