৭১’র এই দিনে হানাদার মুক্ত হয় সিরাজগঞ্জ ও দিনাজপুর জেলা
- আপডেট সময় : ০১:৪৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
আজ ১৪’ডিসেম্বর। ৭১’র এই দিনে হানাদার মুক্ত হয় সিরাজগঞ্জ ও দিনাজপুর জেলা।
এইদিনে সিরাজগঞ্জে লাল সবুজের মাঝে মানচিত্র খচিত পতাকা উড়িয়ে ঘোষিত হয় মুক্তির বারতা। শহরের আনাচে কানাচে থেকে হাজার হাজার বিভিন্ন বয়সী মানুষ মিলিত হয় মুক্তির আনন্দ মিছিলে। সারা শহর ভরে যায় বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজের পতাকায়।
………
দিনাজপুরে ১৯৭১ সালের ১২ এপ্রিল কাঞ্চন রেল ব্রিজ উড়িয়ে দিয়ে পাক হানাদার বাহিনী বিরল উপজেলার বিভিন্ন এলাকায় ক্যাম্প স্থাপন করে। টানা ৯ মাস যুদ্ধ করার পর ১৩ ডিসেম্বর ভোরে পাকিস্তানি বাহিনীদের দাঁত ভাঙা জবাব দিতে হামজাপুর ৭ সেক্টরের ক্যাপ্টেন ইদ্রিসের নেতৃত্বে পাঁচ শতাধিক মুক্তিবাহিনী গুলি ছুঁড়তে ছুঁড়তে চৌপুকুরিয়া, জগৎপুর হয়ে বিরল অভিমুখে প্রবেশ করে তিনদিক থেকে পাকবাহিনীদের ঘিরে ফেলে। এ সময় পাক বাহিনী ও তাদের দোসররা তাদের পরাজয় নিশ্চিত জেনে বিরল বাজার, ঢেলপীরসহ বিভিন্ন গ্রামে আগুন লাগিয়ে দিয়ে পেছনে সরতে থাকে। টানা দুই ঘণ্টা সম্মুখযুদ্ধ চলার পর পিছু হটে পাকা হনাদার বাহিনী। দিনাজপুর হয় পাক হানাদার মুক্ত।



















