৫ তারকা হোটেলে কুটনীতিকদের কাছে দেশের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করায় বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের প্রয়োজনে ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দেয়া হবে।
সকালে চট্টগ্রামের দেওয়ানজি পুকুরপারের বাসভবনে সাংবাদিকদের সংগে কথা বলার সময় তিনি আরো বলেন, ইফতারের নামে ৫ তারকা হোটেলে কুটনীতিকদের কাছে দেশের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। এই ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রদ্রহীতার শামিল। বিএনপির কারণেই কুটনীতিকরা দেশের অভ্যন্তরিন বিষয়ে কথা বলার সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। বলেন, ভারতে বিবিসির কার্যালয়ে তল্লাশী করলেও বিদেশি রাষ্ট্রদূতরা কথা বলার সাহস পাননা। অথচ বাংলাদেশকে দুর্বল মনে করে পান থেকে চুন খসলেই হৈচৈ বাধিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশকে এখন দুর্বল ভাবার সুযোগ নেই।