৫৭ জেলা পরিষদ নির্বাচন : আ’লীগ জিতেছে ৪৯টিতে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৪:১৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
 - / ১৯৬২ বার পড়া হয়েছে
 
সারাদেশের ৫৭টি জেলা পরিষদের নির্বাচনে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছেন ৪৯টিতে। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন ২৫ জন।
সোমবার অনুষ্ঠিত পরোক্ষ ভোটের এই নির্বাচনে অধিকাংশ জেলায় আওয়ামী লীগের প্রার্থীরাই বিজয়ী হন। বিএনপিবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছে আটটি জেলায়, জাতীয় পার্টির একজন এবং স্বতন্ত্র একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্দলীয় প্রতীকের এ নির্বাচনে সোমবার ইভিএমে ভোটগ্রহণ হয়। ৬০ হাজারেরও বেশি জনপ্রতিনিধি ভোটার হিসেবে পছন্দের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য বাছাই করতে ভোট দেন। জেলা পরিষদের ভোটে সন্তুষ্টির কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
																			
																		













