৪ মাস ৭ দিন পর নাটোরে ময়নাতদন্তের জন্য মরদেহ কবর থেকে উত্তোলন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
মৃত্যুর ৪ মাস ৭ দিন পর নাটোরের গুরুদাসপুরে ময়নাতদন্তের জন্য একজনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
দুপুরে, চাঁচকৈড় কেন্দ্রীয় কবরস্থান থেকে এই মরদেহ উঠানোর পর ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর চাঁচকৈড় মধ্যমপাড়া গ্রামের স্থানীয় ইট ভাটা ব্যবসায়ী জাহিদুর রহমানের ভাটার ম্যানেজার নজরুল ইসলাম মারা যায়। পরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এনে তার ছেলে সোবাহান আলী বাদি হয়ে ইট ভাটা ব্যবসায়ী জাহিদুর রহমানসহ ৪ জনকে অভিযুক্ত করে আদালতে একটি মামলা দায়ের করেন। পরে নাটোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুক্তা পারভীন কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।