৩ দিনের সফরে ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
 - / ১৭২৭ বার পড়া হয়েছে
 
৩ দিনের সফরে ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দেবেন তিনি।
সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটি বিশেষ ফ্লাইটে রোমের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সঙ্গে রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ে শীর্ষ কর্মকর্তারা। সফরকালে প্রধানমন্ত্রী দেশটির সাথে দুটি সমঝোতা স্মারক সই করবেন। এছাড়া ২৪ জুলাই রোমে অনুষ্ঠেয় ফুড সিস্টেম সামিটের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। তিনদিনের সফর শেষে ২৬ জুলাই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
																			
																		














