৩৪ বছর পালিয়ে থেকেও অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
৩৪ বছর পালিয়ে থেকেও অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি নূরুল ইসলাম।
সোমবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম। সকালে নূরুলকে মাগুরা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের নূরুল ইসলাম ১৯৮৬ সালে গাজীপুরের টঙ্গী এলাকায় একটি সিরামিক কোম্পানিতে চাকরি ওই সময়ে ১০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে তার নামে টঙ্গী থানায় মামলা হয়। এরপর থেকে তিনি পালিয়ে ছিলেন।
এ মামলায় ১৯৯৪ সালের ২৯ সেপ্টেম্বর নূরুলের বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন গাজীপুরের আদালতে।