৩০ বছর আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে ছিলেন ধরাছোঁয়ার বাইরে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
দলবেঁধে থানার অস্ত্র লুট ও পুলিশ কনস্টেবলকে হত্যার ঘটনায় দীর্ঘ ৩০ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন সাইফুল ইসলাম ওরফে মানিক । তবে শেষরক্ষা হয়নি, ধরা পড়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে।
১৯৮৭ সালের কুষ্টিয়ার ওই ঘটনায় সাইফুল ছিল অস্ত্র লুট ও ডাকাতিতে জড়িত চরমপন্থী দলের অন্যতম সদস্য। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, রেব এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। বলেন ঐ ঘটনায় মামলা হলে আদালত পলাতক সাইফুলকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। সাজা ভোগ থেকে বাঁচতে সাইফুল গত ৩০ বছর বিভিন্ন কৌশলে আত্মগোপনে ছিলেন। এমনকি নাম বদলে নতুন এনআইডিও করেছিলেন তিনি।