৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলে সব সেবা পাবেন করদাতারা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৪:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
 - / ১৬৯২ বার পড়া হয়েছে
 
আয়কর রিটার্ন দাখিলসহ করদাতাদের সব সেবা দিতে আজ থেকে শুরু হলো করসেবা মাস। ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৩১টি কর অঞ্চলের সাড়ে ৬শ’ সার্কেলে ৩০ নভেম্বর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পাওয়া যাবে করসেবা।
সকালে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে করসেবা মাস উদ্বোধন করেন। এ সময় তিনি জানান, করোনা মহামারি পরিস্থিতিতে এ বছরও আয়কর মেলা হবে না। এর পরিবর্তে সকল কর অঞ্চলে গত বছরের মতো মেলার মত পরিবেশেই ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন গ্রহণের সেবা প্রদান করা হবে। এবারের বাজেটে ৩৮টি সেবায় রিটার্নের সঙ্গে স্বীকারপ্রাপ্তি জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে আয়কর রিটার্ন জমার সংখ্যা অনেক বাড়বে বলে জানান তিনি।
																			
																		















