২ হাজার সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
২ হাজার সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি শেখ এনামুল হককে গ্রেফতার করেছে রেব। গতকাল রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুপুরে কাওরানবাজারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, রেবের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, ২ হাজার সালে গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর সমাবেশের পাশে দুটি বোমা পুঁতে রাখার অন্যতম পরামর্শক ছিলেন, এনামুল হক। সেই সময় তিনটি মামলা হয়। গত বছর ওই মামলায় ১৪জনকে মৃত্যুদন্ড দেয় আদালত। খন্দকার আল মঈন বলেন, দীর্ঘদিন পরিচয় লুকিয়ে আত্মগোপনে ছিলেন। গতকাল রাতে তাকে আটক করে রেব। এসময় তার কাছে থেকে দুটি মোবাইল, পাসপোর্ট ও এনআইডি কার্ড উদ্ধার করা হয়।