২৮ তারিখ থেকে বিমানবন্দরে আরটি-পিসিআর মেশিনে করোনা টেস্ট শুরু হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
২৮ তারিখ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর মেশিনে করোনা টেস্ট শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বেবিচক চেয়ারম্যান বলেন, বিভিন্ন দেশে যাত্রা ৪৮ ঘণ্টা এবং ৬ ঘন্টা পূর্বে বিমানবন্দরে করোনা টেস্ট করা বাধ্যতামূলক রয়েছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আজ স্বাস্থ্য মন্ত্রণালয় পরীক্ষামূলক টেস্ট করছে। এটা যদি সাকসেসফুল হয়, তারপর বিষয়টি এয়ারলাইন্সগুলোতে অবহিত করা হবে। আটাশ সেপ্টেম্বর থেকে প্রবাসীরা সেখানে পরীক্ষা করাতে পারবেন। কারণ যাত্রার কমপক্ষে ৪৮ ঘন্টা পূর্বে প্রথম টেস্ট করাতে হবে। আবার এয়ারলাইন্সগুলো কেও সময় দিতে হবে, টিকেট কাটা থেকে শুরু করে বিভিন্ন প্রস্তুতি নেয়ার জন্য।

















