২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: আ ক ম মোজাম্মেল হক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের প্রাথমিক এবং ১৬ ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সকালে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করে এসব কথা বলনে তিনি। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আগে রাজাকারের তালিকা তৈরির কোনো আইন ছিল না, তাই স্বাধিনতা বিরোধীদের তালিকা করতে সময় লাগছে। এসময় তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি৷ এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে তাদের অনুসন্ধান শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। যা শ শুধু ঢাকায় নয়, সারাদেশেই চলবে।























