২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু
- আপডেট সময় : ০৫:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ১৫১৮ বার পড়া হয়েছে
দেশের নদ নদী ও সাগর মোহনায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু হয়েছে। দিবাগত রাত ১২টা থেকেই সারা দেশের ন্যায় চাঁদপুরের জেলেরা ইলিশ ধরা শুরু করে। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে গভীর রাতেই ইলিশ শিকারে যায় অর্ধলক্ষাধিক জেলে।
শনিবার মধ্যরাত থেকে ২২ দিনের মা ইলিশ রক্ষা কার্যক্রম। নিষেধাজ্ঞা শেষে জেলেরা ছুটছেন সাগর ও নদীতে।মাছ ধরা আবার শুরু হওয়ায় জেলেদের চোখে-মুখে আনন্দের ছাপ। এদিকে, মা ইলিশ রক্ষায় ২২ দিনে ৪’শ ৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে নদীতে। এতে আটক করা হয়েছে দুই শতাধিক জেলে। নিয়মিত মামলার মাধ্যমে সাজা দেয়া হয়েছে ১১৯ জেলেকে। আর এক হাজার ৯৫ মেট্রিক টন ইলিশ ও ৫ হাজার ৭’শ ১৭ লাখ মিটা জাল জব্দ করা হয়েছে।
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা শুরু করেছে জেলেরা। সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরতে নেমে জাল ফেলে ইলিশ ধরছে ।নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কর্মচাঞ্চল্যতা ফিরেছে সুগন্ধা ও বিষখালী পাড়ের জেলে পল্লিতে। জেলার প্রায় ৩ হাজার জেলে নৌকা জাল নিয়ে নদীতে মাছ শিকারে নেমেছে।
অন্যদিকে, নিষেধাজ্ঞা শেষের ভোলার বিভিন্ন মৎস হাট গুলোতে যেই হাক-ডাক থাকার কথা থাকলেও বাস্তবে শুনশান অবস্থা, জেলেদের জালে নেই কাঙ্খিত মাছ। তবে
মৎস কর্মকর্তারা বলছে, আগামীতে এমন অবস্থা থাকবে না।






















