২০ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগড়ায় আলোচিত ও চাঞ্চল্যকর ব্যবসায়ী- জানে আলম হত্যা মামলায় রায় ঘোষণার পর ২০ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী সৈয়দ আহমেদকে আটক করেছে রেব।
দুপুরে চট্টগ্রামে রেব-৭-এর অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রেব জানায়, ২০০২ সালে পূর্ব শত্রুতার জের ধরে সৈয়দ বাহিনী- ব্যবসায়ী জানে আলমকে তার শিশু সন্তানের সামনে নৃশংসভাবে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে আঘাত করে এবং পরে মৃত্যু নিশ্চিত করার জন্য গুলি করে হত্যা করে। নিহতের ভাই বাদী হয়ে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় ১৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাতেও সৈয়দ আহম্মেদসহ ১২ জনকে ফাঁসি এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। রায়ের পর থেকে সৈয়দ পলাতক ছিল। গেলরাতে নগরীর আকবরশাহ এলাকা থেকে রেব-৭ চট্টগ্রামের একটি দল অভিযান চালিয়ে সৈয়দ আহম্মেদকে আটক করে।