২০৫০ সালের মধ্যে বিশ্বে সর্বোচ্চ বার্ধ্যক্যের দেশে পরিণত হবে বাংলাদেশ : প্রধান বিচারপতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
২০৫০ সালে বিশ্বের মধ্যে সর্বোচ্চ বার্ধ্যক্যের দেশে পরিণত হবে বাংলাদেশ। তাই এখন থেকেই প্রবীণদের ব্যাপারে সুনির্দিষ্ট পরিকল্পনার আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
সকালে রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত প্রবীণ সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। প্রধান বিচারপতি আরো বলেন, বাংলাদেশে মানুষের গড় আয়ু এখন অনেক বেড়েছে। প্রবীণ নাগরিকদের শেষ বয়সে অপমানিত ও লাঞ্ছিত হওয়ার ঘটনাও বাড়ছে। তাদের নিরাপত্তায় সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ব্যাপারেও উদ্যোগী হতে হবে সরকারকে। অনুষ্ঠানে ৯ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়।