২০২৩ সালের জুনের মধ্যেই ঢাকা-ভাংগা স্টেশন পর্যন্ত রেললাইন চালু হবে : মোঃ নূরুল ইসলাম সুজন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
২০২৩ সালের জুনের মধ্যেই ঢাকা থেকে ভাংগা স্টেশন পর্যন্ত রেললাইন চালুর করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।
দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরের সমোসপুরের মাওয়া ষ্টেশনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে এসে তিনি একথা বলেন। রেলমন্ত্রী জানান, ব্রিজের উপর রেল লাইন বসানোর ক্ষেত্রে এতদিন বাধা ছিলো। আগামীকাল সেতু কর্তৃপক্ষের সাথে এ নিয়ে বৈঠক হবে। এ মাসের মধ্যেই ব্রিজের উপর কাজ করার অনুমতি পাওয়ার ব্যাপারে আশা ব্যক্ত করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন রেলওয়ের ডিজি ধীরেন্দ্র নাথ মজুমদার, পদ্মা বহুমুখী সেতু ও রেল সংযোগ প্রকল্পের কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্টের প্রধান সমন্বয়ক- মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন।





















