২০২২ সালে একটি এয়ার শো’র আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশে বিমান বাহিনী
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১০:১৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১৬২৫ বার পড়া হয়েছে
২০২২ সালে একটি এয়ার শো’র আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশে বিমান বাহিনী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে দেশে এই আয়োজন করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে ঢাকার তেজগাঁওয়ে বিএএফ ফ্যালকন হলে বাংলাদেশে এয়ার শো-২০২২ এর উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এসময় তিনি বলেন, বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিতি পেতে বাংলাদেশ বিমানবাহিনী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এয়ার শো’র আয়োজন করতে যাচ্ছে। বৃহস্পতিবার ২০২২ সালের ফেব্রুয়ারিতে এই এয়ার শো’র প্রাথমিক তথ্য সম্বলিত ওয়েব পেজ বিশ্বের কাছে উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান চলাচল চেয়ারম্যান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
																			 
																		



















