২০২২ বিশ্বকাপ বাছাইয়ে জন্য আর্জেন্টিনার ৩০ সদস্যের দল ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
আসন্ন ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। চোট মুক্ত হয়ে দলে ফিরলেন দিবালা।
অসুস্থতা ও ইনজুরি মিলিয়ে জুভেন্টাসের পাশাপাশি জাতীয় দলেও অনিয়মিত হয়ে পড়েন দিবালা। তবে চোট কাটিয়ে প্রাক মৌসুমটা বেশ ভালো কেটেছে এই ফরোয়ার্ডের। তাই বাছাই পর্বের ম্যাচে আস্থা রেখেছেন কোচ স্কালোনি। এছাড়া দলে ফিরেছেন গোলরক্ষক জেরোনিমো রুলি, ডিফেন্ডার হুয়ান ফয়থ ও উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া। কোপা আমেরিকা জয়ী ২৮ জনের দল থেকে নেই কেবল গোলরক্ষক অগুস্তিন মার্চেসিন ও স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। চোটের জন্য বিবেচনা করা হয়নি মাউরো ইকার্দি ও লুকাস আলারিওকে। ৩ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ৬ সেপ্টেম্বর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। চার দিন পর ঘরের মাঠে মেসিরা খেলবে বলিভিয়ার বিপক্ষে।