১-১ গোলে ড্র করেছে আতলেটিকো মাদ্রিদ ও ম্যানচেস্টারর ইউনাইটেড
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো’র প্রথম লেগের ম্যাচ ১-১ গোলে ড্র করেছে আতলেটিকো মাদ্রিদ ও ম্যানচেস্টারর ইউনাইটেড।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ এগিয়ে যায় ম্যাচের সপ্তম মিনিটেই। এরপর গুটি কয়েক আক্রমন করলেও ফিনিশিং ব্যার্থতায় বার বার গোল বঞ্চিত রেড ডেভিলরা। প্রথামার্ধে আর গোলের দেখা পাইনি কোন দলই। দ্বিতীয়ার্ধের শুরু থেকে বিবর্ন দুই দলই। তবে ৭৫ মিনিটে বদলি হিসেবে নেমে ৫ মিনিট পরই দলকে সমতায় ফেরায় ইউনাইটেড উইঙ্গার এন্টনি এলেঙ্গা। বাকি সময়ে আর গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দু-দলকে। রাতের অন্য ম্যাচে পর্তূগিজ ক্লাব বেনফিকার সাথে ২-২ গোলে ড্র করেছে আয়াক্স।










