১৯৬ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি
- আপডেট সময় : ১০:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ২৩২০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি। রাজধানীর কাকরাইলে হোটেল গ্রান্ড প্যালেসে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী দলের ১৯৬ জন বৈধ প্রার্থীর তালিকা ঘোষণা করেন। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। একইসঙ্গে গণভোটে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
ভোটের দিন ঘনিয়ে আসায় নির্বাচনী লড়াইয়ে মাঠে নামছে জাতীয় পার্টি। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে ১৯৬ জন বৈধ প্রার্থীর নাম ঘোষণা করেছেন। পরবর্তিতে আরও দু’জন প্রার্থীর নাম প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
লাঙল প্রতীকের এই প্রার্থীরা দেশের বিভিন্ন আসনে চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হবেন। যাচাই-বাছাই শেষে মাঠপর্যায়ে ১৯৮ জন প্রার্থী নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান জি এম কাদেরের অভিযোগ, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি। নির্দিষ্ট কিছু পক্ষকে সুবিধা দেওয়ার পাঁয়তারা চলছে বলেও জানান তিনি।
জুলাই সনদ বিষয়ে যে গণভোট হতে যাচ্ছে, সেখানে সরাসরি ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। চেয়ারম্যান জানান, তৃণমূল পর্যায়ে ‘না’ ভোটের প্রচারণায় নামবেন নেতাকর্মীরা।
একদিকে প্রার্থী ঘোষণা, অন্যদিকে গণভোটের বিরোধিতা, সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির রণকৌশল রাজনৈতিক মাঠে কতটুকু প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

















