১৭ মে থেকে ২৩ মে পর্যন্ত লকডাউন আরেকদফা বাড়িয়ে বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৬০১ বার পড়া হয়েছে
১৭ মে থেকে ২৩ মে পর্যন্ত লকডাউন আরেকদফা বাড়িয়ে বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
দুপুরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষের চলাচল ও সার্বিক কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করে এই প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়- এ বিধিনিষেধ চলাকালে লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে জেলার ভেতরে লোকাল বাস চলাচল করতে পারবে। এছাড়া দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে চলতি বছরের ৫ থেকে ১৩ এপ্রিল প্রথমদফা লকডাউন ঘোষণা করা হলেও বিধিনিষেধের শিথিলতায় সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে সরকার। সবশেষ তা বাড়িয়ে ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়।






















