১৭ বছর পর ২১ ডিসেম্বর হতে যাচ্ছে বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
১৭ বছর পর ২১ ডিসেম্বর হতে যাচ্ছে বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে প্রস্তুতি। বিভাগের দায়িত্বপ্রাপ্ত একাধিক সাংগঠনিক সম্পাদক প্রস্তুতি পর্যবেক্ষণে বরগুনা সফর করছেন। দফায় দফায় বৈঠক করেছে জেলায় পদপ্রত্যাশী নেতাদের সাথে। শহরজুড়ে টানানো হয়েছে শুভেচ্ছা পোস্টার। যোগ্য নেতা নির্বাচন করতে চান বরগুনা জেলার যুবলীগ কর্মীরা। সম্মেলনকে সফল করতে বরগুনা শহরে মিছিল করেছে সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। ২১ ডিসেম্বর টাউন হল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন বরগুনা পৌরমেয়র কামরুল আহসান মহারাজ।