মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ১৭ বছর পর হবিগঞ্জ থেকে গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ১৮৩৯ বার পড়া হয়েছে
বহুল আলোচিত ২০০৬ সালে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন পরিষদ মেম্বার আনোয়ার হোসাইনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামী সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীনকে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে গ্রেফতার করেছে রেব।
দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ২০০৬ সালে ১ লা ফেব্রুয়ারি হত্যাকান্ডের পরের বছর কৌশলে মধ্যপ্রাচ্যের একটি দেশে পালিয়ে যান হত্যার মূলপরিকল্পনাকারী কামাল উদ্দিন। দীর্ঘ ১৬ বছর মধ্যপ্রাচ্য অবস্থান করার পর ২০১৯ দেশে ফিরে সিলেটে হবিগঞ্জে নাম পরিচয় গোপন করে বসবাস করতে থাকেন। সেখান থেকে ই তাকে গ্রেফতার করা হয়।