১২ বছর ধরে পালিয়ে থাকা জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
 - / ১৫৬৫ বার পড়া হয়েছে
 
ময়মনসিংহে অভিযান চালিয়ে ১২ বছর ধরে পালিয়ে থাকা জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রেব-১৪। গ্রেফতারকৃত আজিজুল হক জামালপুর জেলা সদরের বনথ চিথলিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে ।
রেব কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজিজুল হক ২০০৯ সাল থেকে জামালপুর জেলা সদর থানার এজাহার ভুক্ত আসামি। গাজীপুরের টঙ্গী থানার দত্তপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলো সে। সেখানে থেকেই বিভিন্ন নাশকতার পরিকল্পনা করতে থাকে আজিজুল। গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ আগষ্ট বিকেলে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রেব-১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম জানান, জামালপুর জেলার সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করার সময় থেকেই আজিজুল হক জেএমবি’র কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে।
																			
																		














