১১ দফা স্থাস্থ্যবিধি না মানলে লকডাউন ঘোষণার হুঁশিয়ারী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
১১ দফা স্থাস্থ্যবিধি না মানলে লকডাউন ঘোষণার হুঁশিয়ারী দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মানিকগঞ্জে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন করেন মন্ত্রী। এসময় তিনি আরো বলেন, করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। সরকারের ঘোষিত ১১ দফা বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে। দেশের ক্ষতি হবে বলে লকডাউন দেয়া হচ্ছে না। কিন্তু, স্বাস্থ্যবিধি না মানলে সে ঘোষণা আসতে পারে। বানিজ্য মেলা ও রাস্তা ঘাটে বেশিরভাগ লোকই মাস্ক পরে না। এটা খুবই দু:খ জনক বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।