১০ হাজার ছাড়ালো দেশে আক্রান্ত করোনা রোগীর সংখ্যা

- আপডেট সময় : ০৫:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
১০ হাজার ছাড়ালো দেশে আক্রান্ত করোনা রোগীর সংখ্যা। গেল ২৪ ঘন্টায় বেকর্ড সর্বোচ্চ ৬৮৮ জনসহ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ১৪৩জন। আর নতুন করে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮২ জনে। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, নতুন দু’টি প্রতিষ্ঠানসহ সারাদেশে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করছে ৩৩টি প্রতিষ্ঠান।
দিন যতই যাচ্ছে, ততই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। একই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে করোনার সবশেষ তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর।
শুরুতেই গেল ২৪ ঘন্টায় দেশের করোনা পরিস্থিতি, নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা জানান, অতিরিক্ত মহাপরিচালক।
তিনি জানান, ঢাকা বিভাগের পর চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেশী।
নতুন আরো দু’টি প্রতিষ্ঠানে করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
গেল ২৪ ঘন্টায় নৌ, স্থল এবং বিমানবন্দর দিয়ে আসা ৫৭৩ জন যাত্রীর স্কিনিং করা হয়েছে বলেও জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।