১০৬তম মৃত্যুবার্ষিকীতে নবাব স্যার সলিমুল্লাহ’র সমাধিতে শ্রদ্ধা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১৬১৯ বার পড়া হয়েছে
উপ-মহাদেশের মুসলিম জাগরণের অগ্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ’র ১০৬তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠনের সদস্যরা।
বিকেলে ঢাকার বেগমপাড়ায় নবাব বাড়ির পারিবারিক কবরস্থানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে নবাববাড়ি কমিটি, বাংলাদেশ মুসলিম লীগ ও নবাব স্যার সলিমুল্লাহ মেমোরিয়াল ফাউন্ডেশন। এসময় নবাব স্যার খাজা সলিমুল্লাহর উত্তরসূরীরা ভারতবর্ষে মুসলিমদের অধিকার আদায়ের আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। এসময় তারা বলেন, স্যার সলিমুল্লাহ মুসলমানদের অগ্রযাত্রায় শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই মহান নেতার কর্মময় জীবনের নানা দিক গণমানুষের কাছে তুলে ধরতে সরকারি পদক্ষেপের আহবান জানান তারা।










