১০০ দিনে গড়িয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৯৭২ বার পড়া হয়েছে
১০০ দিনে গড়িয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর মাঝেই মারিওপোল প্রশাসন দাবি করেছে, নতুন ২৬টি গণকবরের খোঁজ পাওয়া গেছে।
এসব গণকবরে মাটিচাপা দেয়া হয়েছে কমপক্ষে ১৬ হাজার বাসিন্দাকে। যুদ্ধের এ পর্যায়ে এসে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কি স্বীকারোক্তি দিয়েছেন যে, দোনবাস অঞ্চল থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে তারা। সেই সাথে, হাতছাড়া হচ্ছে আশপাশের ছোট শহরগুলো। রাশিয়ার আগ্রাসন থেকে দোনবাস অঞ্চল রক্ষায় সম্মুখ সমর চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। রুশ সেনাদের দাবি, এতোদিন বাইরে থেকে গোলাবর্ষণ ও মিসাইল ছুঁড়লেও এবার অঞ্চলটির মূল সীমারেখায় ঢুকেছে তারা। তাদের ঠেকাতে মাল্টিপল রকেট লঞ্চার মোতায়েন করেছে কিয়েভ। তাছাড়া, স্বাধীন ঘোষিত দোনেৎস্ক-লুহানস্ক ছাড়াও গুরুত্বপূর্ণ শহর খারকিভ দখলের পথে রয়েছে পুতিনের সেনাদল।