১শ ১১ সদস্যের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম
- আপডেট সময় : ০১:৪০:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সাধারণ সম্পাদক করে ১শ ১১ সদস্যের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।
সকালে খিলগাঁওয়ের একটি মাদ্রাসায় এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করে হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী এ কমিটি ঘোষণা করেন। এরপর মহানগরের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক বলেন, ভাস্কর্যসহ ইসলাম বিরোধী সব কাজের বিরুদ্ধে আগের অবস্থানে থাকবে হেফাজতে ইসলাম। আর নবনির্বাচিত সভাপতি জুনায়েদ আল হাবীব বলেন, হেফাজতে ইসলামে কোনো কোন্দল নাই এবং আগামীতেও থাকবে না। কোরআন, সুন্নাহ ও নাস্তিকতার বিরুদ্ধে দলটির অবস্থান অব্যহত থাকবে বলেও জানান তিনি। কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে– হেফাজতে ইসলাম গঠিত নয়নি বলেও মন্তব্য করেন তারা। আগামী ৪ ফেব্রুয়ারী বারিধার একটি মাদ্রাসায় কমিটির পরিচিতি পর্ব হবে বলেও জানায় হেফাজতের নেতারা।






















