হোবার্ট টেস্টে বড় ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
হোবার্ট টেস্টে বড় ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে ১৪৬ রানে জিতে পাঁচ ম্যাচের অ্যাশেজ ৪-০ ব্যবধানে জিতলো প্যাট কামিন্সের দল।
অজিদের দেয়া ২৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসেও ব্যক্তিগত বড় সংগ্রহ পায়নি কোন ইংলিশ ব্যাটার। সর্বোচ্চ ৩৬ রান করেন জ্যাক ক্রলি। তিনটি করে উইকেটে নেন প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও ক্যামেরোন গ্রিন। এর আগে, দ্বিতীয় ইনিংসে ১৫৫ রানে আউট হয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অজিদের করা ৩০৩ রানের জবাবে ১৮৮ রানে আউট হয়েছিলো ইংল্যান্ড। দু’দলের চতুর্থ টেস্ট পরিত্যক্ত হয়। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।